নিজস্ব প্রতিবেদক: সখীপুরে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার সংগঠনের সদস্যরা সরাসরি এতিমখানা ও মাদ্রাসায় উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১০০জন এতিম শিক্ষার্থী ও এতিমখানার ১০জন শিক্ষকের হাতে নগদ অর্থ তুলে দেয়।


জানা যায়, উপজেলার কালিয়ান এতিমখানা, কীর্ত্তনখোলা সৌদি মাদ্রাসা ও এতিমখানা, ডাবাইল এতিমখানা, গড়গোবিন্দপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আমতৈল মাদ্রাসা ও এতিমখানা, বেতুয়া মাদ্রাসা ও এতিমখানা, প্রতিমা বংকী ফুটানি বাজার মাদ্রাসা ও এতিমখানা এবং মাদ্রাসার ১০০ জন এতিম শিক্ষার্থী ও ১০জন শিক্ষককে এ অর্থ সহায়তা দেওয়া হয়।
এসময় মুফতি আবু রায়হান, মাওলানা আবদুর রশিদ, হাফেজ বেলাল হোসেন, প্রবাসী বাদল হোসাইন, সোহান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসবি/সানি