নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে পথচারীদের মাঝে ঈদ উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক। শুক্রবার দিবাগত রাতে এ উপহার পৌঁছে দেন তিনি। এ সময় দেড় শতাধিক পথচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে মানবতার তাগিদে পথচারীদের মাঝে ঈদ উপহার দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি। তিনি আরও জানান, তিনি শুরুতেই করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করতে লিফলেট, হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরণ করেন।


