নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বন্যার পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার দাড়িয়াপুর আবাদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া শনিবার সকালে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার, স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোক নেমে এসেছে।


