নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে পুলিশ কর্মকর্তাসহ নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জানায়, মঙ্গলবার সখীপুর থেকে ১৭জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে বুধবার সকালে ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরা হলেনঃ সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, তার স্ত্রী খাদিজা ইসলাম, মেয়ে সায়মা ইসলাম, পৌরসভার ৫নং ওয়ার্ড গালস স্কুল রোড এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে আবদুল আলিম, তার স্ত্রী নুসরাত রশিদ সেলি একই এলাকার শাহ জালালের স্ত্রী নাজমুন্নাহার , একই ওয়ার্ডের জামতলা এলাকার আঃ রাজ্জাকের ছেলে শ্রমিক নেতা আলহাজ আঃ গফুর, কাজিরামপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, ঘাটেশ্বরী গ্রামের আমিনুল ইসলামের ছেলে নূরুল ইসলাম এবং বীরমুক্তিযোদ্ধা ব্যবসায়ী আবদুল মালেক দ্বিতীয় পর্যায়ে করোনা পজেটিভ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সুবহান আরো জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

