নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম করোনা মুক্ত হয়েছেন। শুক্রবার বিকেলে করোনা জয়ের বিষয়টি তার সহোদর ও যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান নিশ্চিত করেছেন। এমপি জোয়াহেরুল ইসলাম গত ১৬ জুলাই করোনা সংক্রমিত হয়ে রাজধানীর স্কয়ার হসপিটালে ভর্তি হন। দীর্ঘ ২৯ দিন চিকিৎসা শেষে শুক্রবার তার দেয়া ফলোআপ নমুনা ফলাফলে নেগেটিভ আসে। এমপি জোয়াহেরুল ইসলাম করোনা নেগেটিভ হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই ভাবেতার জন্যে দোয়া করায় নিজ নির্বাচনী এলাকা সখীপুর, বাসাইল, টাঙ্গাইলসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া এমপি জোয়াহেরুল ইসলাম চিকিৎসকের পরামর্শে আরও ২\৩ দিন হসপিটালে অবস্থান শেষে বাসায় ফেরবেন বলে তার পরিবার সূত্রে জানা গেছ।


