23 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপু‌রে নৃত্য‌শিল্পীর চুল কে‌টে মু‌খে কা‌লি মে‌খে দেওয়ায় ডিএম সুপ্ত গ্রেপ্তার

জাতীয়সখীপু‌রে নৃত্য‌শিল্পীর চুল কে‌টে মু‌খে কা‌লি মে‌খে দেওয়ায় ডিএম সুপ্ত গ্রেপ্তার

‌নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপুরে নৃত্য‌শিল্পীর চুল কে‌টে মু‌খে কা‌লি মে‌খে দেওয়ার মামলার আসা‌মি ডিএম সুপ্ত‌কে(১৮) গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার রা‌তে উপ‌জেলার নলুয়ায় তার ফুপুর বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। সুপ্ত উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফীর ছে‌লে। সে জু‌নিয়র স্টার ব‌য়েজ ক্লাবের সাধারণ সম্পাদক। পু‌লিশ জানায়, পর্ণোগ্রা‌ফি মামলার বাদী নৃত্য‌শিল্পী সুমন আহ‌মেদ‌কে বুধবার রা‌তে জোরপূবর্ক তু‌লে ব‌নের ভেতর নি‌য়ে যায় মু‌খোশধারীরা। সেখা‌নে আ‌গে থে‌কেই শরীফুল ইসলামসহ চার যুবক অ‌পেক্ষা কর‌ছিল। মামলা তু‌লে নেওয়ার জন্য চাপ দেয়। সুমন রা‌জি না হওয়ায় সুম‌নের মাথার চুল কে‌টে মু‌খে কা‌লি মে‌খে দি‌য়ে রাত দুইটার দি‌কে প্যান্ট খু‌লে রে‌খে তা‌কে ছে‌ড়ে দেয়। এ ঘটনায় বৃহস্প‌তিবার রা‌তে শরীফুল ও সুপ্তসহ অজ্ঞাত ছয়জনকে আসা‌মি ক‌রে মামলা ক‌রে সুমন।

সখীপুর থানার অ‌ফিসার ইন-চার্জ আ‌মির হো‌সেন ব‌লেন, দু‌’টি মামলার তিনজন আসা‌মি‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। দু‌’টি ক্লা‌বের আ‌ধিপত্য বিস্তারের বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে এমন ঘটনা ঘ‌টছে। নিবন্ধন ছাড়া কোন ক্লাব কার্যক্রম কর‌তে পার‌বেনা ব‌লেও তি‌নি ঘোষণা দেন। এর আ‌গে ওই নৃত্য‌শিল্পী‌কে তু‌লে নি‌য়ে বিবস্ত্র ক‌রে ভি‌ডিও ধারণ কর‌লে প্রিন্স মাহম‌ুদ, শরীফুল ইসলাম ও সুপ্তসহ পাঁচজন‌কে আসা‌মি ক‌রে মামলা করা হ‌য়।

 

এসবি/শাকিল

Check out our other content

Check out other tags:

Most Popular Articles