নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের (এসপিইউএফ) পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। শনিবার সকালে প্রতিমা বংকী (দক্ষিণ চৌরাস্তা) বাজারে বহুরিয়া ইউনিয়নের নির্বাচিত চারটি পরিবারকে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। অনুদানপ্রাপ্তরা হলেন- চতলবাইদ গ্রামের সৌদি প্রবাসী মৃত হেলাল উদ্দিনের স্ত্রী আঁখি আক্তারকে ২৫ হাজার, একই এলাকার ফরিদুল ইসলাম, মুকছেদ আলী, আলী আহমদকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।


এসময় সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের উপদেষ্টা শফিকুল ইসলাম, শহীদ পাশা, শহীদুল ইসলাম, সহ-সভাপতি রাসেল আল মামুন, সদস্য ইকবাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রবাসীদের এ সংগঠনটি করোনাকালের শুরু থেকেই লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, গরু-ছাগল বিতরণ ও অসহায় রোগীদের অর্থ সহায়তা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম (সৌদি আরব প্রবাসী), সভাপতি তারেক কিবরিয়া সজীব (ইতালি প্রবাসী), সাধারণ সম্পাদক এম. সালমান কবির (দুবাই প্রবাসী) একই সুরে বলেন, প্রবাসীদের অর্থয়ানে এ সংগঠনটি অসহায়দের স্বাবলম্বী করে উদ্যোক্তা তৈরি করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
–এসবি/সানি