নিজস্ব প্রতিবেদক: সখীপুরে এক বিধবা নারীর গাছ কাটার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আমতৈল গ্রামের শাহআলম সাজুসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, উপজেলার আমতৈল গ্রামের মৃত: কাজিমুদ্দিনের স্ত্রী তার নামে বনবিভাগের বরাদ্দকৃত প্লট থেকে ৩ লাখ ৩০ হাজার টাকার বাঁশ ও গাছ কেটে নেয় দুর্বৃত্তরা। পরে ওই বিধবা মঙ্গলবার রাতে আমতৈল গ্রামের শাহালমসহ ১১জনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই পুলিশ শাহালমসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিধবার বাঁশ ও গাছ কাটার মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
