নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেল -এর ৫৬তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘শেখ রাসেল স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২০’। এ আয়োজন চলবে আগামী ৫ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। ২টি ক্যাটাগরিতে সেরা ৩টি করে ছবি বিচারক মন্ডলী চূড়ান্ত করবেন। ১৪ অক্টোবর রাত ৮টায় শেখ রাসেল স্মৃতি সংঘের ফেইসবুক পেইজে ওই ছবিগুলো প্রকাশ করা হবে।

উল্লেখ্য, অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় শেখ রাসেলের যেকোনো ছবি অঙ্কন করলেই হবে। ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উদযাপন এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
*ছবি পাঠানোর নিয়ম:
শেখ রাসেলের আঁকা ছবি এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর নাম, গ্রামের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম সঙ্গেে যোগাযোগের নম্বর দিয়ে পাঠাতে হবে- “শেখ রাসেল স্মৃতি সংঘ” -এর ফেইসবুক পেইজের ইনবক্সে। এছাড়া
যেকোনো প্রয়োজনে : কায়সার সিকদার: 01777577268, কামারুজ্জামান কনক : 017 7587 2675, নাঈম রানা :017 5282 2500 নম্বরগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ করতেে পারবেন।
–এসবি/সানি