23 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি খলিল সম্পাদক মামুন

সখীপুরসখীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি খলিল সম্পাদক মামুন

নিজস্ব প্রতিবেদকঃ
সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিএম পাইলট স্কুল এন্ড কলেজ কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওইদিন রাত দুইটায় গণনা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, সমিতির ১ হাজার ৪৩৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩০৫ বণিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ার প্রতীকে ৭৮৮ ভোট পেয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন ছাতা প্রতীকে পান ৫০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম লেবু হাতপাখা প্রতীকে পান ৩৭৫ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে আলহাজ মিন্টু দেওয়ান মোমবাতি প্রতীকে (৬৬৬ ভোট), সহ-সম্পাদক পদে আলম মিয়া টিয়া পাখি প্রতীকে (৬৩৮ ভোট), কোষাদক্ষ পদে আনোয়ার হোসেন দেওয়াল ঘড়ি প্রতীকে (৬২২ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মো.মতিন মিয়া খেজুর গাছ প্রতীকে ( ৬৩৮ ভোট), দপ্তর সম্পাদক পদে খন্দকার সোলায়মান হোসেন হাতি প্রতীকে ( ৬৭৫ ভোট ), ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান ডালিম ফুটবল প্রতীকে ( ৬২৩ ভোট ), প্রচার সম্পাদক পদে শ্রী রঞ্জিত মাইক প্রতীকে (৭৭৫ ভোট) পেয়ে নির্বাচিত হন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, বণিক ভাইদের সাথে নিয়ে আমরা কাজ করবো। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান বলেন, এ বিজয় আমাদের নয়। পুরো বণিক ভাইদের বিজয়। আমরা সকলকে সাথে নিয়ে কাজ করবো। এজন্য সবাই কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা ও উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম বলেন, সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles