23 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

“অনৈতিক কোন বিষয়ে তদবির করলে বিব্রত হবেন” – নবাগত ইউএনও চিত্রা শিকারী

সখীপুর"অনৈতিক কোন বিষয়ে তদবির করলে বিব্রত হবেন" - নবাগত ইউএনও চিত্রা শিকারী

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নবাগত ইউএনও চিত্রা শিকারী গত মঙ্গলবার (১৩ অক্টোবর) অপরাহ্নে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বরণ করে নেন। নবাগত ইউএনও চিত্রা শিকারী বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বাসিন্দা। তিনি ৩০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে ২০১২ সালে কর্মজীবন শুরু করেন। এরপর কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। সখীপুরে আসার আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
এছাড়া যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে আরও একটি ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অর্চি অতিন্দ্রীরা আদৃতা নামের এক কন্যা সন্তানের জননী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী অফিসারের কার্যালয়ে সাপ্তাহিক সখীপুর বার্তার সঙ্গে একান্ত সাক্ষাতকারে তাঁর কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
সখীপুরের নবাগত ইউএনও চিত্রা শিকারী বলেছেন, সখীপুর উপজেলাটিকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, মাদক, জঙ্গি, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত রাখার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে। এছাড়াও এলাকার প্রধান ভূমি সমস্যা নিরসনে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, টিআর, কাবিখা, জিআরের মতো প্রকল্পগুলোর বাস্তবায়ন যেন জনস্বার্থে ব্যয় হয় তা সঠিক তদারকির মাধ্যমে দৃশ্যমান করা হবে বলে জানান।
জনগণ যাতে সরকারের প্রাপ্ত সেবা পান উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাঁর কাজ। জনগণ সকল তথ্য জানতে পারবে, গণশুনানী শুধুমাত্র সপ্তাহে একদিন নয়, প্রতিদিনই চলবে। ইউএনও অফিসের দ্বার জনগণের জন্য সব সময় উম্মুক্ত থাকবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা যেনো প্রকৃতরা নাগরিকরা পান তা নিশ্চিত করা হবে।
উপজেলার প্রত্যেক দপ্তরের অনিয়ম-দুর্নীতির বিষয়টি অধিক গুরুত্ব দেওয়া হবে।

সখীপুর উপজেলাটি বাল্যবিয়েপ্রবণ এলাকা উল্লেখ করে তিনি বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখবেন জানিয়ে সখীপুরের নবাগত ইউএনও চিত্রা শিকারী আরও বলেছেন, নারীর অগ্রযাত্রায় বড় বাধা হচ্ছে বাল্যবিয়ে। বাল্যবিয়ে, প্রথমত, মেয়েশিশুর জন্য অধিকার লঙ্ঘন। দ্বিতীয়ত, এটি নির্যাতন। সর্বোপরি, বাল্যবিয়ে একটি সামাজিক ও আইনগত অপরাধ। পড়াশুনা বন্ধ হয়ে গেলে শিক্ষাগ্রহণের অধিকার থেকে বঞ্চিত হয়ে যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে না মেয়েশিশু। তার উপর প্রচন্ড মানসিক চাপ তৈরি হয়। পারিবারিক ও সামাজিক দায়িত্ব নেওয়ার মতো মানসিক শক্তি, সাহস ও দৃঢ়তা অর্জন করতে পারে না সে।
বাল্যবিয়ে কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যের জন্যও বিরাট হুমকি। বাল্যবিয়ের ফলে দেশে বিবাহবিচ্ছেদ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং পারিবারিক নির্যাতন বেড়ে যাচ্ছে। নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন না। পর্যায়ক্রমে পারিবারিক ও সামাজিকভাবে বৈষম্যের শিকার হন। এছাড়াও পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারেন না। পূর্ণ বয়সে পৌঁছেও যোগ্য, দক্ষ ও কর্মক্ষম নারী হিসেবে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে যথাযথ ভূমিকা পালন করতে পরে না। সখীপুর উপজেলাটি বাল্যবিয়েপ্রবণ এলাকা হওয়ায় অভিভাবক, নাগরিক সমাজ, কাজী, ঈমাম, শিক্ষক,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় জনগণের মধ্যে একটা সুন্দর সমন্বয় করে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাল্যবিয়ের হার কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সখীপুর উপজেলায় বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। বাল্যবিয়ের বিষয়ে কোনো ছাড় নয়। যদি কেউ বাল্যবিয়েসহ কোন অনৈতিক বিষয়ে তদবির করেন তিনি বিব্রত হবেন।
সখীপুর‌কে অনন্য উচ্চতায় নি‌তে সক‌লের সহ‌যো‌গিতা চান নবাগত ইউএনও চিত্রা শিকারী।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles