নিজস্ব প্রতিবেদক: আগামি কাল বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে ওই ইউনিয়নে নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। চারদিকে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সম্ভাব্য সভাপতি ও সম্পাদক প্রার্থীরা কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন। ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকদের সমর্থন আদায়ের জন্য তাঁদের দারস্থ হচ্ছেন। উপজেলা আ.লীগের শীর্ষ নেতাদের সঙ্গে রাখছেন নিয়মিত যোগাযোগ। করছেন তদবির। উপজেলা আ.লীগ সুত্রে জানা যায়, আগামি কাল ২৪ অক্টোবর বহেড়াতৈল ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য সবধরনের প্রস্তুতি চলছে। সম্মেলনের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ। বহেড়াতৈল ইউনিয়নের সম্মেলনে উপজেলা আ.লীগের সদস্য মো. ওয়াদুদ হোসেন ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন চারজন। তাঁরা হচ্ছেন, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক আতাউর রহমান, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ উদ্দিন, এসএম শহীদ ও ওমর ফারুক সৈকত। তাঁরা নির্বাচিত হওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মরিয়া হয়ে মাঠে নেমেছেন। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার জানান, সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি বলেন ওয়ার্ড আ,লীগের সভাপতি সম্পাদকদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।


