নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার সকালে ইউএনও’র সভাকক্ষে মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, সমস্যা থেকে উত্তরণের পথ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানি প্রমুখ। এ সময় সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, সাজ্জাত লতিফ, মোজাম্মেল হক সজল, নজরুল ইসলাম নাহিদ, তাইবুর রহমান, আমিনুল ইসলাম, মাসুদ রানা, জুয়েল রানা, ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।


