নিজস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সখীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, যুুব উন্নয়ন অফিসার শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে যুব ঋণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।


