নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনে ১৯৯৯ সালের ১৫ নভেম্বর ভোট ডাকাতির প্রতিবাদ ও প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক। এসময় আব্দুস ছবুর মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু।


