নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কোরআন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের পি এম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে “প্রবাসী কল্যাণ সংস্থার” আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৩০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি সাইফুল্লাহ বেলালীর সভাপতিত্বে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ এমএ রউফ, দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় কালিয়া-ধলিপাড়া আল-হেরা হাফিজিয়া মাদ্রাসা ছাত্র আঃ খালেক প্রথম স্থান অর্জন করেন।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি শামীম আল মামুন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য এ সংগঠন কাজ করবে।


