ইসমাইল হোসেনঃ টাঙ্গাইল-০৮(বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আ.লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাদ আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাবেক এমপি অনুপম শাহজাহান জয় গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়। বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি বাসায় আইসোলেশনে আছেন।


