নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রোববার বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম,
সাধারণ সম্পাদক রাসেল আল মামুন,
বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেনসহ পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।


