নিজস্ব প্রতিবেদকঃ ‘করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সখীপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। সেবা ও প্রচার সপ্তাহ সফলভাবে বাস্তবায়নের জন্য রোববার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ্যাডভোকেসি ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর সভাপতিত্বে ডা. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, চিকিৎসা সহকারী চিন্তা হরণ শিকদার, পরিবারকল্যাণ সহকারী শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন। সেবা সপ্তাহ চলাকালীন সময় স্বাস্থ্য কমপ্লেক্সপসহ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক ও এনজিও ক্লিনিকসমূহকে যথাযথ সেবা প্রদান জোরদার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।


