নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের হাত খরচের জমানো টাকায় অর্ধশত পরিবারের হাতে কম্বল তুলে দিলো ‘ইউথ চ্যারিটি অর্গানাইজেশন’। আজ শনিবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী সখীপুর উপজেলার দেবরাজ গ্রামে এসব কম্বল বিতরণ করা হয়। চ্যারিটি অর্গানাইজেশনের সভাপতি নাহিয়ান বর্ষণ, অর্থ-সম্পাদক তানভীর সাকিব, স্বাধীন, মিরন, বর্ষা, ঐশী, পাভেল ও রোমানসহ সংগঠনের সদস্যরা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।


এসময় কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুর, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বকুল, হাসিবুল শান্ত, সোহাগ, কবির, আসাদুল, নাজমুল, মাসুম, মারুফ, সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
চ্যারিটি অর্গানাইজেশনের সভাপতি নাহিয়ান বর্ষণ বলেন, নিজেদের টাকায় শীতার্তদের হাতে কিছু দিতে পেরে খুব ভালো লাগছে। গ্রহীতারাও উষ্ণ ভালবাসা পেয়ে খুশি হয়েছেন।
–এস/সানি