নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাস্ক না পরায় ৩৫ জন পথচারীকে জরিমানা করেছেেন ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্ববান করে তুলতে মঙ্গলবার বিকেলে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বর ও উপজেলার বড়চওনা এবং কচুয়া বাজারে এ আদালত বসানো হয়। উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথক দুুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মাস্ক না পরায় ৩৫ পথচারীকে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


