নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আ.লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার উপজেলা আ. লীগ এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন। দলীয় সূত্রে জানা যায় সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ অংশ নেন।


