সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে কয়েকশ বছরের পুরোনো একটি তেঁতুল গাছ হঠাৎ ভেঙে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার দাড়িয়াপুর জ্বিনের বাজার এলাকায় প্রায় ৩০০ বছর ধরে (স্থানীয়দের মতে) দাঁড়িয়ে থাকা গাছটি হঠাৎ পড়ে যায়। এতে শাহাবুদ্দিন আহাম্মেদ (এসএ) উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দাড়িয়াপুর শাহাবুদ্দিন আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সানোয়ার হোসেন বলেন, গাছের বয়স সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমার দাদা বছির উদ্দিন সিকদার শিশু অবস্থায়ও গাছটিকে এমন দেখেছেন বলে গল্প শোনাতেন। এতে তিনি ধারণা করেন গাছটি কমপক্ষে ৩০০ বছরের পুরোনো হবে।
দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, রাসেল মিয়া, রাকিব হাসানসহ স্থানীয়রা জানান, গাছটি কত বছরের পুরোনো তা সঠিক কেউ বলতে পারেনা। এলাকার অনেক জ্যেষ্ঠ মুরুব্বী যাঁরা এখন জীবিত নেই তাঁরাও বলতেন, তাঁদের ছোটবেলায়ও গাছটি এরকমই দেখেছেন।

কথিত আছে, শত বছর আগে প্রতি শনিবার ওই স্থানে হাট বসতো। প্রতি হাটেই একজন করে লোক উধাও হয়ে যেতেন। এজন্যে ওই বাজারেটিকে জ্বিনের বাজার হিসেবে নামকরণ করা হয়। পরে এ সমস্যার সমাধানে শনিবারের পরিবর্তে রবিবার হাট বসানো হয়। তারপর থেকে আর কেউ হারিয়ে যায়নি। এতদিন কালের সাক্ষী হয়ে তেঁতুল গাছটি দাঁড়িয়েছিল। এ পর্যন্ত তেঁতুল গাছটিকে কেউ বিক্রি করারও সাহস পায়নি।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ জানান, গাছটি নিয়ে অনেক আগে থেকেই নানা কথা কথিত আছে। এগুলো অনেকটাই কল্পকাহিনীর মতো মনে হয়। কিন্তু স্থানীয়দের দাবি- এসব সত্য ঘটনা।
–এসবি/সানি