নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইল হোসেন (৬০) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন- জাকারিয়া মোল্লা (৩২) ও এনামুল মোল্লা (৩০)। এরা উপজেলার কালমেঘা মধ্যপাড়া গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে র্যাব তাঁদের গ্রেপ্তার করে। এই দুই আসামি সম্পর্কে সহোদর ভাই। বুধবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৪ মে রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়াপাড়া এলাকার খোরশেদ আলম ওরফে খুরছু মিয়ার ছেলে ইসমাইল হোসেন নিহত হন।
ওইদিন রাতেই নিহতের ছেলে মামুন মিয়া বাদী হয়ে একই এলাকার নতু মোল্লার ছেলে আজিজুল মোল্লাসহ ১৫ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মামলার প্রধান আসামী আজিজুল মোল্লা (৫০), মৃত হাবিল মোল্লার ছেলে সানোয়ার মোল্লা (৫৫) ও লাল মিয়ার ছেলে শাহজাহানকে (৫০) গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করার নিমিত্তে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।