অনলাইন ডেস্কঃ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আভাস দিয়ে রেখেছিল বাংলাদেশ।
‘সেনসিবল ব্যাটিং করতে হবে।’ দুই পক্ষই সিরিজ শুরুর আগে আওড়ে গেছেন এই আপ্তবাক্য। কিন্তু লিটন দাস-সাকিবরা তার প্রতিফলন দেখাতে পারেননি। দলের সকলে দৃঢ়তা দেখাতে ব্যর্থও হননি। নাঈম শেখ ও মাহমুদুল্লাহ যেমন উইকেটে পড়ে থেকে চতুর্থ ম্যাচে ৬ উইকেটের দারুণ জয় এনে দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ জয়ের ইতিহাস গড়েছেন।
সিরিজ বাঁচিয়ে রাখার আশায় বুধবার (৮ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিং নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। টস পক্ষে গেলেও ব্যাটিং তাঁদের পক্ষে যাওয়ার সুযোগ দেননি দুই টাইগার বাঁ-হাতি বোলার নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাঁরা সফরকারীদের ৯৩ রানে ধসিয়ে নেন। শুরুতে অধিনায়ক মাহমুদুল্লাহ’র ছোট্ট বুদ্ধির খেলায় বদলে যায় ম্যাচের চিত্র।
