
ইসমাইল হোসেন
টাঙ্গাইল-০৮ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে সংর্বধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে সখীপুর পৌরসভার আয়োজনে পৌর প্রঙ্গাণে এ সংর্বধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে এমপিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংর্বধিত এমপি জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, হাতিবান্ধা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, কালিয়া ইইউনিয়নের চেয়ারম্যান এস এমএম কামরুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম রফিক, অধ্যাপক রফিক-ই-রাসেল প্রমুখ বক্তব্য দেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।