
নিজস্ব প্রতিবেদক : সখীপুরে গরু-মহিষ খামারী, কৃষি ও মৎস্যজীবীদের দিনব্যাপী অবহিতকরণ, কৃষি ক্ষেত্রে ঋণ প্রদানসহ কৃষি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫’শ ১০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম উকিল উদ্দিন, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।