27.9 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

বাঁচতে চায় সখীপুরের হাবিব মন্ডল

জাতীয়বাঁচতে চায় সখীপুরের হাবিব মন্ডল

নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামের নব্বেছ মন্ডলের ছেলে হাবিব মন্ডল (৩৭)। তাঁর দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। অভাবের সংসার তাঁর। তাই উন্নত চিকিৎসা করার সক্ষমতাও নেই পরিবারের। আর্থিক অভাব অনটনে সু-চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তিনি। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার।

হাবিব মন্ডলের প্রতিবেশী জাকির হোসেন বলেন, হাবিব মন্ডলের ৩ সন্তানের জনক। অভাবের সংসারে সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। পরিবারের সকল দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সুস্থ থাকাকালীন সময়ে সে কাজ করতেন অটোভ্যান ড্রাইভার হিসেবে। তাঁর উপার্জনের টাকায় চলতো পুরো পরিবার। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের স্বচ্ছলতা আনতে এনজিও থেকে টাকা তুলে বিদেশ গিয়েছিলেন। কিন্তু বিদেশ যাওয়ার ৮ মাস পরই জানতে পারেন তাঁর দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। কোম্পানী কিছু চিকিৎসা করে দেশে পাঠিয়ে দেন।

হাবিব মন্ডল বলেন, বর্তমানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। দু’টি কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আর কাজ করতে পারিনা; আমার পরিবারটি অসহায় হয়ে পড়েছে। একমাত্র সমাজের বিত্তবানরা পাশে দাড়ালেই আমার কিডনি প্রতিস্থাপন করা সম্ভব। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকা প্রয়োজন। পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা কখনোই সম্ভব না। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি।

হাবিব মন্ডলের ভাই আবদুর রাজ্জাক বলেন, কখনো ভাবি নাই ভাইয়ের জীবনটা হঠাৎ এমন হয়ে যাবে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলেই আমার ভাই হয়তো সুন্দর এ পৃথিবীতে আরও কিছুদিন বাঁচতে পারে। সহযোগিতা করতে: হাবিব মন্ডলের মোবাইল নম্বর: ০১৩০৭-২১২৩৫১ (বিকাশ)।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles