নিজস্ব প্রতিবেদক: পৃথিবীতে জারজ সন্তানের কোন মর্যাদা নেই। আমি জারজ সন্তান হতে চাই না। জারজ পরিচয় দিতে না চাইলে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে হবে। বাপের নাম না নিলে বাবার কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় সন্তানের। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সখীপুরে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শওকত মোমেন শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু, বিএনপি থাকলে জিয়া আর জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে এরশাদ। এরকম উল্টাপাল্টা বাপের সন্তান আমি হতে চাই না। আমরা যারা বঙ্গবন্ধুর অনুসারী তাদের ব্যর্থতার জন্য বঙ্গবন্ধু সমালোচিত হন।
সখীপুর আবাসিক মহিলা কলেজ আয়োজিত স্মরণসভায় উপাধ্যক্ষ এসএম জাকির হোসাইনের সভাপতিত্বে সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি প্রমুখ বক্তব্য দেন।
এ সময় প্রয়াত শওকত মোমেন শাজাহানের ছেলে সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয় ও শওকত মোমেন শাজাহানের সহোদর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল উপস্থিত ছিলেন।
কাদের সিদ্দিকী মতিয়া চৌধুরী, শাজাহান খান ও হাসানুল হক ইনুর সমালোচনা করে বলেন, তারা আমার পিতার ক্ষতি করেছে আমি তাদের বিরুদ্ধে বলবোই। তারা আওয়ামী লীগ করায় আওয়ামী লীগের কোন উপকার হয়েছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও আমি তাদের বিরুদ্ধে বলেছি।
তিনি আরো বলেন, প্রয়াত শওকত মোমেন শাহজাহান আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। রাজনীতি করতে যেসব গুণ থাকা দরকার তার সবই শাহজাহানের মধ্যে ছিল। তিনি সব সময় দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তাই তার কর্মের মধ্য দিয়েই তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন।
এসবি/শাকিল