

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ার ভান্ডারী (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা কলেজ মোড়ে বাসের সঙ্গে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। তিনি উপজেলার দাড়িপাকা গ্রামের মৃত রনি শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার ভান্ডারী অটো রিকশা যোগে কুতুবপুর যাওয়ার পথে বড়চওনা কলেজ মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনোয়ার ভান্ডারী ঘটনাস্থলেই মারা যান। শাহেব আলী নামের অপর যাত্রীকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

