নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩২জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পাঁচটার মধ্যে তাঁরা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন জমা দেন। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা দুইবারের নির্বাচিত বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে ওই তিন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।


