26.5 C
Dhaka
Wednesday, July 30, 2025

বিমান দুর্ঘটনায় নিহত হুমায়রার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

জাহিদ হাসান: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

৮ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক দম্পতি

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক...

সখীপুর-বাটাজোড় সড়ক- ভাঙা বেইলী ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

সখীপুরসখীপুর-বাটাজোড় সড়ক- ভাঙা বেইলী ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

নিজস্ব প্রতিবেদক: সখীপুর-বাটাজোড় সড়কের কীর্ত্তনখোলা এলাকার বেইলি ব্রিজ পুনরায় ভেঙে গেছে। সম্প্রতি ব্রিজের লোহার পাটাতন ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়েই ওই সড়কে যানবাহন চলাচল করছে। এতে সড়কে চলাচলকারী যাত্রীদের ঈদ যাত্রা ব্যাহতসহ বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের পশ্চিমের অংশে পাটাতন ভেঙে যাওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। পরিবহন শ্রমিকরা জানান, মালবাহী ভারী ট্রাক চলাচল আপাতত বন্ধ রয়েছে। ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের গাড়ি চালাতে হচ্ছে।
স্থানীয় স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘ব্রিজটি অনেক দিনের পুরাতন। এর আগেও ব্রিজ কয়েকবার মেরামত করা হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছেনা। গুরুত্বপূর্ণ সড়কের বেইলী ব্রিজটি নতুন করে নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।’
স্থানীয় এলাকাবাসী দুলাল হোসেন জানান, ওই সড়কের ব্রিজের ওপর দিয়ে সখীপুর ও ভালুকা উপজেলার লোকজন চলাচল করে থাকে। বিকল্প কোনো সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যান চলাচল করছে। বেশ কিছুদিন ধরে ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে তিনি ঈদ মৌসুমে তাড়াতাড়ি ব্রিজটি নির্মাণেরও দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ বলেন, ‘গত বছর ব্রিজের ১০টি লোহার পাটাতন ভেঙ্গে পড়ায় নতুন পাটাতন দিয়ে মেরামত করা হয়েছিল। এবার ২৯ মিটারের ওই ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য এলজিইডি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই নির্মাণ কাজ শুরু হবে। তবে সড়কের ওই ব্রিজটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করতে ভেঙ্গে যাওয়া পাটাতন সরিয়ে শিগগিরই নতুন লোহার পাটাতন বসানো হবে বলেও জানান তিনি।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles