নিজস্ব প্রতিবেদকঃ গত ১০ নভেম্বর সাপ্তাহিক “সখীপুর বার্তারসহ বিভিন্ন গণমাধ্যমে “সখীপুরে একটি ঘরের জন্য বিধবা মালেকার আকুতি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ দেখে বিধবার সহায়তায় এগিয়ে এলেন সখীপুর পৌরশহরের শামীম টাওয়ারের মালিক ও প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি শামীম আল মামুন। নিজ উদ্যোগে মালেকাকে নতুন ঘর করে দিলেন তিনি। শনিবার ওই ঘরের কাজ শেষ হয়। এ বিষয়ে শামীম আল মামুন বলেন, সাপ্তাহিক সখীপুর বার্তাসহ বিভিন্ন পত্রিকায় ওই বিধবাকে নিয়ে সংবাদ প্রচার হয়। সংবাদটি আমার নজরে আসে। পরে আমি বিধবা মালেকার থাকার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করি। বিধবা মালেকা বলেন, একচালা ঘরটি পেয়ে আমি খুব খুশি। যে ব্যাক্তি আমাকে থাকার জন্য ঘর করে দিল, মহান আল্লাহ যেন পরোকালে তার জন্য বেহেস্তে সুন্দর একটি ঘরের ব্যবস্থা করেন।

প্রসঙ্গতঃ মালেকার বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে। প্রায় ৩০ বছর আগে স্বামী মোহর আলী বিনা চিকিৎসায় মারা যায়। মারা যাওয়ার আগে স্ত্রীর নামে মাত্র ছয় শতাংশ জমি ছাড়া আর কিছুই রেখে যাননি তিনি। ফলে ভিক্ষাবৃত্তি ও ঝিয়ের কাজ করে চলে মালেকার জীবন।

