27.3 C
Dhaka
Sunday, August 24, 2025

সখীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বন বিভাগের জমি বিক্রির অভিযোগ

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন...

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুর লোকাল ব‌য়েজ ক্লা‌বের সভাপ‌তি অন্তর গ্রেপ্তার

সখীপুরসখীপুর লোকাল ব‌য়েজ ক্লা‌বের সভাপ‌তি অন্তর গ্রেপ্তার

নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপুর লোকাল ব‌য়েজ ক্লা‌বের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি ম‌নোয়ার হো‌সেন অন্তর‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার রা‌তে পৌরসভার ৫নং ওয়া‌র্ডের বাসা থে‌কে পুলিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে। পু‌র্নোগ্রা‌ফি মামলায় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে ব‌লে প‌ু‌লিশ জানায়। শুক্রবার সকা‌লে পাঁচ‌দি‌নের রিমান্ড চে‌য়ে তা‌কে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।জানা যায় গত ২ সেপ্টেম্বর রা‌তে নৃত্য‌শিল্পী সুমন আহ‌মেদ‌কে অপহরণ ক‌রে ব‌নের ভেতর নি‌য়ে যায় মু‌খোশধারীরা। সেখা‌নে আ‌গের পু‌র্নোগ্রা‌ফি মামলার বাদী সুমন‌কে মামলা তু‌লে নেওয়ার চাপ দেয় তারা। মামলা তু‌লে নি‌তে রা‌জি না হওয়ায় সুম‌নের মাথার চুল কে‌টে দি‌য়ে মু‌খে কা‌লি মে‌খে দেওয়া হয়। এ ঘটনায় সখীপুর থানায় অপহরণ ও পু‌র্নোগ্রা‌ফি আই‌নে দুইজ‌নের নাম উ‌ল্লেখসহ অজ্ঞাত ছয়জন‌কে আসা‌মি ক‌রে মামলা করে সুমন। প‌রে পু‌লিশ জু‌নিয়র স্টার ব‌য়েজ ক্লা‌বের সাধারণ সম্পাদক ডিএম সুপ্ত‌কে গ্রেপ্তার ক‌রে আদাল‌তে পাঠায়। ওই মামলার তদ‌ন্তে ম‌নোয়ার হো‌সেন অন্ত‌রের সম্পৃক্ততা পাওয়ায় বৃহস্পতিবার তা‌কে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-প‌রিদর্শক আ‌জিজুল ইসলাম ব‌লেন, মামলার তদ‌ন্তে ম‌নোয়ার হো‌সেন অন্ত‌রের জ‌ড়িত থাকার সত্যতা পাওয়ায় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। তার না‌মে থানায় আ‌রো দু‌টি মামলা র‌য়ে‌ছে। পাঁ‌চদি‌নের রিমান্ড চে‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সখীপুর থানার অ‌ফিসার ইন-চার্জ আ‌মির হে‌সেন ব‌লেন, লোকাল ব‌য়েজ ক্লাব ও স্টার ব‌য়েজ ক্লা‌বের আ‌ধিপত্য বিস্তা‌রের বি‌রোধের জের ধ‌রে নানা অপরাধ সংঘ‌টিত হ‌চ্ছে। মামলার তদ‌ন্তে অন্ত‌রের নাম উ‌ঠে আসায় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।ত‌বে অন্ত‌রের প‌রিবা‌রের সদস্য‌দের দা‌বি নৃত্য‌শিল্পী নির্যাত‌নের ঘটনায় সে জ‌ড়িত নয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles