নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর-সীডস্টোর সড়কের কীর্ত্তনখোলার পূর্ব পাশে গুংগেরপাড় ব্রীজ নির্মাণে কাজ শুরু হয়েছে। সোমবার থেকে ব্রিজ নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই স্থানে ব্রিজ নির্মাণের কাজ চলায় সড়কে চলাচলকারীদের বিকল্প রাস্তায় চলতে অনুরোধ জানিয়েছেন ঠিকাদার আ. হাই তালুকদার ও মো. সেলিম মিয়া।


