নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ ইয়াসিন আলী ও তাঁর জ্যৈষ্ঠপূত্র কাজী নুরুল হুদা মাস্টারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া নুরানীয়া মাদরাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে পারখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, যুবলীগের সভাপতি আজাদ আহম্মেদ, ইউপি সদস্য ফজলুল হক, ইয়াসিন আলীর নাতি ও কাজী নুরুল হুদা মাস্টারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী কাজী ফরিদ সিদ্দিকী, সখীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রলীগের সভাপতি সোলাইমান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রয়াত আলহাজ্ব ইয়াসিন আলীর বর্ণাঢ্য জীবনাল্লেখ্যের স্মৃতি চারণ করে স্থানীয়রা জানান, তিনি একজন আদর্শ মানুষ, সমাজ সেবক এবং শিক্ষানুরাগী ছিলেন। শিক্ষা প্রসারে তিনি এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন দানবীর এবং আলোকিত মানুষ হিসেবে এতদঞ্চলে সমধিক পরিচিত ছিলেন। তিনি বহুগুণের অধিকারী ছিলেন। শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। তিনি তাঁর মহৎ কর্মের মধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।