নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলা প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসেবে বৈদ্যুতিক পাখা বিতরণ করেছে। বুধবার বিকেলে উপজেলার আমতৈল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১৬ জন বাসিন্দার মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজান আলম তাদের হাতে এই ঈদ উপহার তুলে দেন। বৈদ্যুতিক পাখা পাওয়ার পর প্রকল্পের বাসিন্দা বিধবা সুমলা আক্তার (৬০) বলেন, ‘সরকার আমাগো ঘর দিচ্ছে জমি দিছে। আমরা পাকা ঘরে থাকি, ইউএনও স্যার আমাগো কথা চিন্তা কইরা ফ্যান দিল। এতে আমরা সবাই খুব খুশি হইছি’। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে আমি দেখা করতে গেলে তারা আমাকে গরমের কথাটি জানায়। তাদের কষ্টের কথা বিবেচনা করে জেলা প্রশাসক মহোদয়ের অর্থায়নে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে। এটি করতে পেরে আমরা আনন্দিত।
