নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলমের হস্তক্ষেপে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। সে বংকী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায় গতকাল শুক্রবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফজরচালা এলাকার ওই শিক্ষার্থীর সঙ্গে উপজেলার যাদবপুর এলাকার আজাহার মিয়ার ছেলে পুলিশ সদস্য আলামিনের বিয়ের প্রস্তুতি চলছিলো। গোপনসংবাদ পেয়ে ইউএনও প্রথমে স্থানীয় কাউন্সিলরকে পাঠিয়ে বিয়ের প্রস্তুতি বন্ধ করেন। ঘন্টাখানেক পরে গোপনে ফের বিয়ের কর্যক্রম চলে পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে পুনরায় সতর্ক করে আসেন। পরে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ইউএনওকে মুচলেকা দেওয়ার শর্তে বিয়ে বন্ধ করা হয়।

কাউন্সিলর আবু সাঈদ মিয়া জানান, ইউএনওর নির্দেশে ওই বাড়িতে গিয়ে দেখি রান্না-বান্নার আয়োজন চলছে। বরপক্ষের লোকজনও সেখানে উপস্থিত আছেন। পরে ইউএনও স্যারের নির্দেশে বিয়েটি বন্ধ করে দেই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে অভিভাবকদের কাছে থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।