19 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে উচ্ছেদ অভিযানের ছবি তোলায় সাংবাদিককে দণ্ড

জাতীয়সখীপুরে উচ্ছেদ অভিযানের ছবি তোলায় সাংবাদিককে দণ্ড

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে গাছের আড়াল থেকে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানের ছবি তোলার কারণে আবদুল হামিদ ওরফে মুকুল (৪১) নামের এক মানবাধিকারকর্মী ও সাংবাদিককে দণ্ডবিধির ১৮৬০-এর ১৮৬ ধারায় দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদেশ (২০০ টাকা অর্থদণ্ড) দেন। যদিও এ সময় দণ্ডিত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্ত আবদুল হামিদ মুকুল উপজেলার কাহারতা গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে। তিনি ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা শাখার চেয়ারম্যান, আকাশ বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সখীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য বলে দাবি করেন।

জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহারতা গ্রামের সরকারি খাসপুকুরের পাড় দখল করে স্থানীয় লোকজন কয়েকটি দোকানঘর নির্মাণ করে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানঘরগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। এ সময় আবদুল হামিদ মুকুল গাছের আড়াল থেকে মুঠোফোনে ছবি তুলছিলেন। বিষয়টি আদালতের নজরে এলে আবদুল হামিদকে ২০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ওই ব্যক্তি গোপনে একটি গাছের আড়াল থেকে ছবি তুলছিলেন। পরে তিনি তার অপরাধ স্বীকার করে ছবিগুলো নিজে থেকেই মুছে ফেলেন। পরে দণ্ডবিধির ১৮৬০-এর ১৮৬ ধারায় তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, সরকারি কর্মচারীর সরকারি কার্য সম্পাদনে বাধা দান করলে ১৮৬ নম্বর ধারায় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তি অভিযানের ছবি তুললে সরকারি কাজে বাধা দেওয়া হয় কি না; এমন প্রশ্নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ওই ব্যক্তি গোপনে একটি গাছের আড়াল থেকে ছবি তুলছিলেন, ফলে সরকারি কাজে বিঘ্ন ঘটে। পরে তিনি দু’জন সাক্ষীর উপস্থিতিতে তার অপরাধ স্বীকার করেন। এ কারণে দণ্ড দেওয়া হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles