নিজস্ব প্রতিবেদক: সখীপুরে দুই ফসলী আবাদী কৃষি জমিতে বন বিভাগ কর্তৃক বনায়ন করার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জুন) উপজেলার আমতৈল বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মেলেটারীর সভাপতিত্বে এসময় বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, উপজেলা কৃষকলীগের সহসভাপতি আ: হালিম, বহেড়াতৈল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা আ: বছির, অব: শিক্ষক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা মো: রোকন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা এসময় বলেন- আমরা বাপ দাদার আমল থেকে যে জমিতে বসত বাড়ি করে জীবন যাপন করছি, যে জমিতে ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করছি, শত বছর পর সেই জমিতে বন বিভাগের লোকজন বনায়ন করে আমাদের বেঁচে থাকার শেষ ঠাইটুকু কেড়ে নিতে চায়। বন বিভাগের এ অমানবিক কার্যক্রম যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।এ সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত বন বিভাগকে এ কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধও জানান তাঁরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময় নারী পুরুষ ও ভুক্তভোগীসহ পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।