নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৯টি পরিবারের মাঝে গবাদি পশু(গরু) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তিন মাসের গোখাদ্যও দেওয়া হয়েছে। দেওয়া হবে গবাদি পশুটি রাখতে ঘর করার নির্মাণ সামগ্রীও। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে গবাদি পশু বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের আওতাধীন প্রাণী সম্পদ অধীদপ্তরের সমতল ভূমিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার নৃ-গোষ্ঠীর লোকেরা এ সুবিধা পাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মোতালেব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল প্রমুখ। এসময় উপ-প্রকল্প পরিচালক ডা. আনোয়ার সাহাদাৎ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, কালিয়া ইউন্নি পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, বহেরাতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ,ট্রাইভাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন। সখীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল বলেন উপজেলার প্রায় আট’শ জন নৃ-গোষ্ঠীর মধ্য থেকে লটারি করে ৩৯ জনকে বাছাই করা হয়েছে।
