নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সখীপুরে তৃণমূল ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌরসভা কার্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এসময় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,


উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক, শহর ছাত্রলীগের সভাপতি তানভির সেলিম, ছাত্রলীগ নেতা সজিব আহমেদ, শাকিল সরকার, মনোয়ার হোসেন আনোয়ার, মাহমুদুর রহমান জিসান, জাহিদ আলী, রেজবি সিকদার শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক বলেন, ছাত্রলীগের একমাত্র অভিভাবক ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক বৃক্ষ রোপন করা হবে।

