29.3 C
Dhaka
Saturday, August 16, 2025

মির্জাপুরে বাসা ফাউন্ডেশন এর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস...

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে বেধড়ক পিটিয়ে আহত

সখীপুরসখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে বেধড়ক পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হাফিজুল ইসলাম নামের এক যুবককে বেধড়ক
পিটিয়ে আহত করা হয়েছে। হাফিজুল উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি কোতচালা গ্রামের প্রবাসী হালিম মিয়ার ছেলে।।

জানা গেছে, ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন ও নুরুল ইসলামের সঙ্গে প্রবাসী হালিম মিয়ার
জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গেল সোমবার সন্ধ্যায় হাফিজুল ইসলাম তার দখলীয় জমিতে খরের পালা দিতে গেলে বিপ্লব ও নুরুল ইসমাল বাধা দেয়। এতে দুইপক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিপ্লব হোসেন হাফিজুল ইসলাম এর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত হাফিজুল ইসলাম বলেন, আমার দাদারা দুই ভাই। সেই সুবাদে আমাদের জমি জমাও দুই ভাগই হওয়ার কথা। কিন্তু তা না করে প্রভাব খাটিয়ে নুরুল ইসলাম ও বিপ্লব হোসেন জমি জমা তিন ভাগ করেছে। আমরা এর সঠিক বিচার চাই। তাছাড়া ওই দিন আমাদের নিজস্ব জমিতে খেরের (খড়) পালা দিতে গেলে এলোমেলোভাবে বিপ্লবরা মিলে আমাকে পিটিয়ে আহত করে। ওরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles