নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীসহ নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সাড়াশিয়া স্কুল মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার। এ সময় ইউপি চেয়ারম্যান এস এম কামরুল হাসান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক, ইউসিসিএ চেয়ারম্যান কে.বি.এম.রুহুল আমিন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ বক্তব্য দেন। এর আগে দিন ব্যাপি গণভোজের আয়োজন করা হয়।
