

- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। এ ছাড়াও ওই দু’টি ইউনিয়নের সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদের ১৯ প্রার্থীও জামানত হারিয়েছেন। দুই ইউনিয়নেই বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সূচনীয় পরাজয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ৯৫ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নে ২নং সংরক্ষিত নারী আসনে ফিরোজা আক্তার, ৩নং সংরক্ষিত নারী আসনে বকুল আক্তার, ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ডে নাছির উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে এমএ লতিফ মিয়া, ৪ নং ওয়ার্ডে তারু মিয়া, ৫ নং ওয়ার্ডে সমেশ উদ্দিন এবং ৯ নং ওয়ার্ডে সালামত হোসেন, বুলবুল হোসেন ও সেলিম মিয়া তাদের নিজ নিজ জামানত হারিয়েছেন।
অন্যদিকে, দাড়িয়াপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কবির হাসান ৯১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সোহেল রানা, ৪ নং ওয়ার্ডে আয়নাল হক, আরজু মিয়া, ৬ নং ওয়ার্ডে খোরশেদ আলম, ৭ নং ওয়ার্ডে শুকুর মাহমুদ, সেকান্দার আলী এবং ৯ নং ওয়ার্ডে আবু হানিফ আজাদ তাদের জামানত হারিয়েছেন।
গজারিয়া ইউনিয়নের বিএনপির দলীয় প্রার্থী গোলাম মোস্তফা বলেন, ‘অব্যাহত হুমকি ও অর্থনৈতিক সংকটের কারণে আমি আগেই নির্বাচন ছেড়ে দিয়েছিলাম। তাই কম ভোট পেয়েছি।’
জামানত হারানোর বিষয়ে উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শাহজাহান সাজু বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় আমাদের প্রার্থীদের ফলাফল ভাল হয়নি।’

