নিজেস্ব প্রতিবেদকঃ সখীপুরেরে জিতাশ্বরী ঢনঢনিয়া অনার্স এসোসিয়েশনের ২০২৩ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র মাহমুদুল হাসান মুকিব, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের ছাত্র আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাইয়ুম আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে সরকারি তিতুমীর কলেজের ছাত্র ফরিদ হাসান। সোমবার বিকেলে ওই এসোসিয়েশনের উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে ২৩ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে।

এই এসোসিয়েশন প্রতিবছর স্থানীয় ভাবে শীতবস্ত্র, ঈদ সামগ্রী এবং ইফতার মাহফিলের আয়োজনসহ সামাজিক ও শিক্ষামূলক সৃজনশীল কাজ করে থাকে।

