নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ২৪’এর জুলাই আন্দোলনে শহীদদের রুহের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের “খানকায়ে কাদরিয়া সোনার তরী পাক দরবার শরীফে” এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে এসময় ইসলামী ফাউন্ডেশন সখীপুর পৌর শাখা’র সভাপতি হাফেজ আ.সবুর হোসেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী” সখীপুর পৌর শাখার আমিরে জামাত হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সদস্য হাফেজ মো. মনির হোসেন,হাফেজ মো.হারুন মিয়া, হাফেজ মো. বিল্লাল হোসেন, মাওলানা মো. ইলিয়াস মাহমুদ, মাওলানা মো. নবাব আলী , মাওলানা মো.শফিকুল ইসলাম, মাওলানা আ.কাদের ও মো.মামুন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২৪ এর জুলাই আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশে যেন সর্বদা শান্তি শৃঙ্খলা বিরাজ থাকে সে দোয়াও করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়