নিজেস্ব প্রতিবেদকঃ সখীপুরের ঐতিহ্যবাহী ডিগ্রি অনার্স মাস্টার্স স্টুডেন্টস (ডিঅমস) এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়
রাকিবুল হাসান রবিনকে সভাপতি, তারিফ ইহসান আকাশ সাধারণ সম্পাদক ও ফয়সাল আহম্মেদ স্বাধীনকে সাংগঠনিক সম্পাদক করে (২০২১-২০২২) সালের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য কয়েক দিনের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
রাকিবুল হাসান রবিন (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), তারিফ ইহসান আকাশ (সরকারি সা’দত কলেজ),ফয়সাল আহম্মেদ স্বাধীন (রাজশাহী বিশ্ববিদ্যালয়) অধ্যায়নরত শিক্ষার্থী।


