নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় স্কুল মাঠে উপজেলার অসহায় মানুষের মধ্যে চাল, ডাল,আলু, তৈল ও সাবান বিতরণ করা হয়। ডেসকো’র আর্থিক সহযোগিতায় প্রকৌশলী আতাউল মাহমুদের ব্যাবস্থাপনায় সখীপুর ও বাসাইল উপজেলার এক হাজার দুঃস্থ মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, ডেসকো’র উপ-সহকারী প্রকৌশলী জাহিদ সিদ্দিকী, প্রকৌশলী আল-মামুন, প্রকৌশলী সোলাইমান, ডুয়েট ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান নাহিদ, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রহিজ উদ্দিন, সখীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আহম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, উপজেলা যুুুবলীগের সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, ছাত্রলীগ নেতা আহমেদ কামাল প্রমুখ।


