26.6 C
Dhaka
Wednesday, August 6, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

সখীপুরসখীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নেয়। মঙ্গলবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শোক শোভাযাত্রা,চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, যুব ঋণ বিতরণ এবং দোয়া মাহফিল। শোক শোভাযাত্রার পর উপজেলা হল রুমে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,অফিসার ইন-চার্জ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা এমও গণি,প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার ও প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাসির বক্তব্য দেন। এদিকে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল জাতীয় শোক দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে‌। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার ফারজানা আলম আলোচনা সভায় বক্তব্য দেন।

এসময় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ, যুব লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। ‌

Check out our other content

Check out other tags:

Most Popular Articles